Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan


ভবিষ্যৎ পরিকল্পনা:

Covid-19 Response and Recovery Plan বাস্তবায়নের মাধ্যমে সংকটকালীন সময়ে রিমোট লার্নিং প্ল্যান ফরম-এর মাধ্যমে ব্লেডিং পদ্ধতিতে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি এবং প্রতি ক্লাস্টারের একজন করে শারিরীক ও সংগীত শিক্ষক নিয়োগ করা হবে। (Civil Registration and Vital Statistics (CRVS)-এর সাথে সমপ্কৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজ প্রণয়ন করা হবে। পর্যায়ক্রমে ২ শিফটের বিদ্যালয়কে ১ শিফটে রূপান্তর করে কন্টাক্ট সময় বৃদ্ধি করা হবে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাক-প্রাথমিক স্তর ১ বছর থেকে ২ বছরে উন্নীত করা হবে।