Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

দপ্তর/সংস্থার রূপকল্প  (Vision), অভিলক্ষ্য (Mission) কর্মসম্পাদনের ক্ষেত্র এবঙ কার্যাবলী


১.১ রূপকল্প (Vision)


জামালপুর জেলার সকল শিশুর জন্য সমতাভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা।


১.২ অভিলক্ষ (Mission)


প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।



.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র 

 

     ১.৩.১ দপ্তর/সংস্থার কর্মসম্পাদনের ক্ষেত্র

  • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
  • সর্বজনীন ও বৈষম্যহীন টেকসই মানসম্মত প্রাথমিক শিক্ষা সস্প্রসারণ;
  • প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন।

     

১.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পানের ক্ষেত্র

  • সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তাবয়ন জোরদারকরণ


.৪ কার্যাবলি (Functions) :

  • প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন;
  • প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাস্তরের শিক্ষাক্রম পরিমার্জনে সহায়তাকরণ;
  • প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গবেষণা ও শিক্ষক/কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশী-বৈদেশিক প্রশিক্ষণ  কার্যক্রম বাস্তবায়ন;
  • ভৌত অবকাঠামো উন্নয়ন;
  • বিদ্যালয়ে সুপেয় পানি নিশ্চিতকরণ;
  • স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ।